HomeAdmission

আইইউটি ভর্তি – IUT Admission 2024

আইইউটি ভর্তি অথবা IUT Admission এর যাবতীয় সকল তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। নিম্নে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ভর্তি পরীক্ষা আবেদন এর নিয়ম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোনো প্রকার ত্রুটি ছাড়া এপ্লাই করতে পারবেন।

এইচএসসি পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেটি হলো পরীক্ষার আবেদন ফরম পূরণ করা।

তবে এই বিষয়ে আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে যেকোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে। তাই আপনাদের সহযোগিতা করতে এবং ত্রুটিমুক্তভাবে অনলাইনে পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে আমরা নিচে এর পরিপূর্ণ নির্দেশিকা প্রদান করেছি।

আইইউটি ভর্তি – IUT Admission 2024

আইইউটি ভর্তি পরীক্ষার আবেদন বা Islamic University of Technology Admission Apply এর নিয়ম:

  1. প্রথমে আপনাকে আইইউটির ভর্তি আবেদন ওয়েবসাইট https://admission.iutoic-dhaka.edu/ – এ প্রবেশ করতে হবে।
  2. মেনু থেকে Apply এ ক্লিক করতে হবে।
  3. আবেদনকারীকে তার জাতীয়তা, প্রোগ্রাম এবং ধর্ম নির্বাচন করতে হবে।
  4. পরবর্তী পৃষ্ঠায় পাঠ্যক্রম নির্বাচন করতে হবে।
  5. এরপর আবেদনকারীকে তার HSC এবং SSC এর রেজিস্ট্রেশন, রোল, বোর্ড, পাশের সাল, ইমেল এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে। (পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার আগে ভালোভাবে নিচে দেওয়া শর্তগুলো পরে নিবেন)
  6. I Agree and Proceed বোতামে ক্লিক করার পরে পরবর্তী পৃষ্ঠায় নির্ধারিত ফি প্রদান করতে হবে।
  7. যোগ্য প্রার্থীদের তালিকা কিছুদিন পর প্রকাশিত হবে। যদি আবেদনকারী ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়, তবে তাকে নির্দিষ্ট সময় অনুযায়ী ভর্তি পরীক্ষার ফি দিতে হবে।
  8. এরপর আবেদনকারীর সদ্য রঙিন ছবি আপলোড করতে হবে। (ছবির আকার: সর্বোচ্চ ৫০০ KB)
  9. প্রবেশপত্র তৈরি এবং ডাউনলোড করতে প্রার্থীর মোবাইল নম্বরে পাঠানো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

অভিনন্দন! আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে।

অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি:

আইইউটি সাবজেক্ট বা ডিপার্টমেন্ট

  • Department of Mechanical and Production Engineering (​MPE​)
  • Department of Electrical and Electronic Engineering (​EEE​)
  • Department of Computer Science and Engineering (​CSE​)
  • Department of Civil and Environmental Engineering (​CEE​)
  • Department of Technical and Vocational Education (​TVE​)
  • Department of Business and Technology Management (​BTM​)
  • Department of Natural Sciences (NSc)

আশা করি আপনি আইইউটি ভর্তি নিয়ম বুঝতে পেরেছেন। তাই এই পোস্টটি আপনার বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদের IUT Admission সম্পর্কে অবগত করতে পারেন।

Leave a Comment