HomeAdmission

বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি – BSMRMU Admission 2024

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি অথবা BSMRMU Admission এর যাবতীয় সকল তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। নিম্নে বশেমুরমেবি ভর্তি পরীক্ষা আবেদন এর নিয়ম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোনো প্রকার ত্রুটি ছাড়া এপ্লাই করতে পারবেন।

এইচএসসি পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেটি হলো পরীক্ষার আবেদন ফরম পূরণ করা।

তবে এই বিষয়ে আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে যেকোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে। তাই আপনাদের সহযোগিতা করতে এবং ত্রুটিমুক্তভাবে অনলাইনে পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে আমরা নিচে এর পরিপূর্ণ নির্দেশিকা প্রদান করেছি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি – BSMRMU Admission 2024

বশেমুরমেবি ভর্তি পরীক্ষার আবেদন বা BSMRMU Admission Apply এর পদ্ধতি:

  1. প্রথমে আপনাকে বশেমুরমেবি ভর্তি আবেদন ওয়েবসাইট https://applyonline.bsmrmu.edu.bd/Admission/Home – এ প্রবেশ করতে হবে।
  2. এরপর Apply for Undergraduate Program বাটনে ক্লিক করতে হবে।
  3. Faculty বা অনুষদসমূহ নির্বাচন করে Apply এ ক্লিক করতে হবে।
  4. এরপর আবেদনকারীর পূর্ণ নাম, জন্মতারিখ, ইমেইল, লিঙ্গ, নিজের এবং অভিভাবকের মোবাইল নম্বর, SSC ও HSC পরীক্ষার প্রতিষ্ঠান, বোর্ড, পরীক্ষার ভাষা, বিভাগ, রোল, জিপিএ এবং পাসের সাল লিখে Next এ ক্লিক করতে হবে।
  5. সকল তথ্য সঠিক থাকলে Pay Now এ ক্লিক করে সেখানে প্রদত্ত পেমেন্ট মেথড ব্যবহার করে নির্ধারিত আবেদন ফি প্রদান করতে হবে।
  6. মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন। সেটি ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করতে হবে।
  7. Complete application form এ ক্লিক করে সেখানে দেওয়া আবেদনকারীর যাবতীয় তথ্য পূরণ করতে হবে।
  8. পরিক্ষার কেন্দ্র সিলেক্ট করে Save Basic Info তে ক্লিক করতে হবে।
  9. পছন্দনীয় ফেকাল্টি নির্বাচন করে SSC ও HSC পরীক্ষার তথ্য পূরণ করতে হবে।
  10. এরপর পিতামাতা বা গার্ডিয়ান এর তথ্য দিতে হবে।
  11. বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে হবে।
  12. এরপর আবেদনকারীর সদ্য তোলা একটি রঙিন ছবি (আকার: ২০০×২১০ পিক্সেল, সাইজ: সর্বোচ্চ ২০০ KB) এবং স্বাক্ষরের ছবি (আকার: ২৪০×৮০পিক্সেল, সাইজ: সর্বোচ্চ ২০০ KB) আপলোড করতে হবে।
  13. পরবর্তী পেজ এ উপরে কোনায় টিক দিয়ে তথ্যগুলো পুনরায় যাচাই করতে Form Preview এ ক্লিক করতে হবে।
  14. সবকিছু ঠিক থাকলে Final Submit বোতামে ক্লিক করে আপনার ভর্তি নিশ্চিত করুন।

অভিনন্দন! আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। এরপর ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া সময় অনুযায়ী আপনার প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণ করুন।

অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি:

Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University Subject

  • মেরিটাইম শাসন ও নীতি অনুষদ
  • জাহাজ প্রশাসন অনুষদ
  • ধরিত্রী ও সমুদ্র বিজ্ঞান অনুষদ
  • প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
  • কম্পিউটার বিজ্ঞান ও ইনফরম্যাটিকস অনুষদ
  • মেরিটাইম ব্যবসা অধ্যয়ন অনুষদ
  • সাধারণ শিক্ষা অনুষদ

আশা করি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ম বুঝতে পেরেছেন। তাই এই পোস্টটি আপনার বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদের BSMRMU Admission সম্পর্কে অবগত করতে পারেন।

Leave a Comment