HomeAdmission

বিইউপি ভর্তি – BUP Admission 2024

বিইউপি ভর্তি অথবা BUP Admission এর যাবতীয় সকল তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। নিম্নে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ ভর্তি পরীক্ষা আবেদন এর নিয়ম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোনো প্রকার ত্রুটি ছাড়া এপ্লাই করতে পারবেন।

এইচএসসি পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেটি হলো পরীক্ষার আবেদন ফরম পূরণ করা।

তবে এই বিষয়ে আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে যেকোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে। তাই আপনাদের সহযোগিতা করতে এবং ত্রুটিমুক্তভাবে অনলাইনে পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে আমরা নিচে এর পরিপূর্ণ নির্দেশিকা প্রদান করেছি।

বিইউপি ভর্তি – BUP Admission 2024

বিইউপি ভর্তি পরীক্ষার আবেদন বা Bangladesh University of Professionals Admission Apply এর নিয়ম:

  1. প্রথমে আপনাকে বিইউপির ভর্তি আবেদন ওয়েবসাইট https://admission.bup.edu.bd/Admission/Home – এ প্রবেশ করতে হবে।
  2. এরপর আবেদনকারীর পছন্দনীয় Faculty নির্বাচন করে APPLY বোতামে ক্লিক করতে হবে।
  3. পরবর্তী পৃষ্ঠায় আবেদনকারীর নাম, জন্ম তথ্য, ইমেইল, লিঙ্গ, জাতীয় পরিচয় পত্র নম্বর কিংবা জন্ম সনদ নম্বর, নিজের এবং অভিভাবকের মোবাইল নম্বর, HSC ও SSC এর প্রতিষ্ঠান, বোর্ড, গ্ৰুপ, GPA, পরীক্ষার ভাষা এবং সাল লিখে Next এ ক্লিক করতে হবে।
  4. Pay Now তে ক্লিক করে নির্ধারিত আবেদন ফি প্রদান করতে হবে। (পরেও পেমেন্ট করতে পারবেন)
  5. এরপর আবেদনকারীর নাম্বারে Username এবং Password পাঠানো হবে। সেই তথ্য ব্যবহার করে আবেদন ওয়েবসাইটে লগইন করতে হবে।
  6. Fill Up Application Form এ ক্লিক করে সেখানে দেওয়া যাবতীয় তথ্য পূরণ করে Save & Next বোতামে ক্লিক করতে হবে।
  7. যেসব সাবজেক্টে আবেদন করতে চান এবং চান না, সেগুলো বাছাই করে Save & Next বোতামে ক্লিক করতে হবে।
  8. SSC এবং HSC পরীক্ষার আরো বিশদ তথ্য পূরণ করে পুনরায় Save & Next বোতামে ক্লিক করতে হবে।
  9. পিতা-মাতার যাবতীয় তথ্য পূরণ করে পরবর্তী পেজ এ আবেদনকারীর সদ্য তোলা রঙিন ছবি এবং সিগনেচারের ছবি আপলোড করতে হবে।
  10. Next বোতামে ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য ভালোভাবে পরে বুঝে নিবেন।
  11. I agree To the above terms and conditions এর পাশে টিক দিয়ে Final Submit বাটনে প্রেস করতে হবে।

অভিনন্দন! আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। এরপর ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া সময় অনুযায়ী আপনার প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণ করুন।

অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি:

বিইউপি অনুষদ বা বিভাগসমূহ:

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
  • পরিবেশ বিজ্ঞান বিভাগ
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

আশা করি আপনি বিইউপি ভর্তি নিয়ম বুঝতে পেরেছেন। তাই এই পোস্টটি আপনার বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদের BUP Admission সম্পর্কে অবগত করতে পারেন।

Leave a Comment