HomeAdmission

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি – National University Admission 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি অথবা National University Admission এর যাবতীয় সকল তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। নিম্নে এনইউ ভর্তি আবেদন এর নিয়ম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোনো প্রকার ত্রুটি ছাড়া এপ্লাই করতে পারবেন।

এইচএসসি পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেটি হলো ভর্তি আবেদন ফরম পূরণ করা।

তবে এই বিষয়ে আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে যেকোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে। তাই আপনাদের সহযোগিতা করতে এবং ত্রুটিমুক্তভাবে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে আমরা নিচে এর পরিপূর্ণ নির্দেশিকা প্রদান করেছি।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি – National University Admission 2024

এনইউ ভর্তি আবেদন বা NU Admission Apply এর নিয়ম:

  1. প্রথমে আপনাকে এনইউ-এর ভর্তি আবেদন ওয়েবসাইট http://app1.nu.edu.bd/ – এ প্রবেশ করতে হবে।
  2. এরপর Apply Now বাটনে ক্লিক করতে হবে।
  3. একটি ফর্ম সামনে চলে আসবে। সেখানে আবেদনকারীর HSC এবং SSC পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন, বোর্ড এবং সাল লিখে Next বাটনে ক্লিক করতে হবে।
  4. পরবর্তী পেজ এ College Selection Box এ আপনার পছন্দিত কলেজের বিভাগ, জেলা এবং কলেজের নাম নির্বাচন করতে হবে।
  5. নির্দিষ্ট সাবজেক্ট চয়েজ করে Next বাটনে ক্লিক করতে হবে।
  6. কোটা থাকলে নির্বাচন করুন, না থাকলে No সিলেক্ট করে Next এ ক্লিক করতে হবে।
  7. এরপর আবেদনকারীর সদ্য স্ক্যান করা একটি রঙিন ছবি দিতে হবে। (ছবির আকার: ১৫০×১২০ px, সাইজ: সর্বোচ্চ ৫০ KB, ফরমেট: JPG)
  8. নিম্নে মোবাইল নম্বর (আবশ্যিক) এবং ইমেইল (ঐচ্ছিক) দিতে হবে।
  9. Preview Application বাটনে ক্লিক করলে আবেদনকারীর যাবতীয় তথ্য দেখতে পারবেন। সবকিছু সঠিক হলে Submit Application বাটনে ক্লিক করতে হবে।
  10. আবেদন কার্যকর হয়ে গিয়েছে। আপনার সামনে Admission Roll এবং PIN নম্বর দেখতে পারবেন। সেগুলো সংগ্রহ করে নিন। আবেদন ওয়েবসাইটে পুনরায় লগইন করতে এগুলোর প্রয়োজন হবে।
  11. সবশেষে নির্ধারিত আবেদন ফি প্রদান করে স্লিপটি সংগ্রহ করে নিন।

অভিনন্দন! আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে।

অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও বিভাগসমূহ

  • কলা অনুষদ
  • সামাজিকবিজ্ঞান অনুষদ
  • ব্যবসায় শিক্ষা অনুষদ
  • বিজ্ঞান অনুষদ
  • প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ
  • অ্যারোনটিকাল প্রকৌশল অনুষদ
  • ফ্যাশন ডিজাইন অনুষদ
  • আইন অনুষদ
  • শিক্ষা অনুষদ
  • চারুকলা অনুষদ
  • মিডিয়া অধ্যয়ন অনুষদ

আশা করি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ম বুঝতে পেরেছেন। তাই এই পোস্টটি আপনার বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদের National University Admission সম্পর্কে অবগত করতে পারেন।

Leave a Comment