HomeAdmission

ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি – CKRUET Admission 2024

ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষা অথবা CKRUET University Admission এর যাবতীয় সকল তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। নিম্নে চুয়েট, কুয়েট, রুয়েট ভর্তি পরীক্ষা আবেদন এর নিয়ম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোনো প্রকার ত্রুটি ছাড়া এপ্লাই করতে পারবেন।

এইচএসসি পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেটি হলো পরীক্ষার আবেদন ফরম পূরণ করা।

তবে এই বিষয়ে আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে যেকোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে। তাই আপনাদের সহযোগিতা করতে এবং ত্রুটিমুক্তভাবে অনলাইনে পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে আমরা নিচে এর পরিপূর্ণ নির্দেশিকা প্রদান করেছি।

ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি – CKRUET Admission 2024

প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন বা CUET, KUET, RUET Admission Apply এর নিয়ম:

  1. প্রথমে আপনাকে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এর অফিশিয়াল ওয়েবসাইট https://admissionckruet.ac.bd/ – এ প্রবেশ করে Apply Now এ ক্লিক করতে হবে।
  2. সকল তথ্য ভালোভাবে পড়ে, বুঝে Yes, I understand all instructions এ টিক দিয়ে Proceed বোতামে প্রেস করতে হবে।
  3. এসএসসি, এইচএসসির বোর্ড, ইন্সটিটিউট, পাস করার সাল, রোল, রেজিস্ট্রেশন নম্বর সব পূরণের পর Continue বাটনে ক্লিক করতে হবে।
  4. এরপর পরীক্ষার্থীর যাবতীয় সকল তথ্য পূরণ করতে হবে।
  5. পরীক্ষার গ্রুপ, কেন্দ্র এবং নম্বর নির্বাচন করতে হবে
  6. এবার ফি পরিশোধের পেজে চলে যাবে, এডিট অপশন সক্রিয় করে এডিট করতে পারবে।
  7. পরীক্ষার্থীর সদ্য তোলা রঙিন ছবি (আকার: ৩০০*৩৫০ পিক্সেল, সাইজ: সর্বোচ্চ ৭৫ KB) এবং সাক্ষর (আকার: ৩০০*৮০ পিক্সেল, সাইজ: সর্বোচ্চ ২০ KB) আপলোড শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। (ফরমেট: jpg)
  8. নির্ধারিত ফি প্রদান করুন।
  9. আবেদন প্রক্রিয়া শেষ হলে Download Pay Slip এ ক্লিক করে আবেদনের স্লিপটি ডাউনলোড করে নিন।

অভিনন্দন! আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। এরপর ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া সময় অনুযায়ী আপনার প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণ করুন।

অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি:

প্রকৌশল গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের তালিকা

  1. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  2. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  3. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আশা করি আপনি ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি নিয়ম বুঝতে পেরেছেন। তাই এই পোস্টটি আপনার বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদের CKRUET Admission সম্পর্কে অবগত করতে পারেন।

Leave a Comment