HomeAdmission

বুটেক্স ভর্তি – BUTEX Admission 2023

বুটেক্স ভর্তি অথবা BUTEX Admission এর যাবতীয় সকল তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। নিম্নে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আবেদন এর নিয়ম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোনো প্রকার ত্রুটি ছাড়া এপ্লাই করতে পারবেন।

এইচএসসি পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেটি হলো পরীক্ষার আবেদন ফরম পূরণ করা।

তবে এই বিষয়ে আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে যেকোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে। তাই আপনাদের সহযোগিতা করতে এবং ত্রুটিমুক্তভাবে অনলাইনে পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে আমরা নিচে এর পরিপূর্ণ নির্দেশিকা প্রদান করেছি।

বুটেক্স ভর্তি – BUTEX Admission 2023

SMS পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে বুটেক্স ভর্তির আবেদন বা Bangladesh University of Textiles Admission Apply এর প্রক্রিয়া:

  1. ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে BUT <স্পেস> HSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> HSC পাসের সাল <স্পেস> SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> SSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> SSC পাশের সাল লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
  2. উপরের SMS টি পাঠানাের পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে।
  3. সম্মতি জানানোর জন্য প্রথমে BUT <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> আবেদনকারীর মােবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

বিভিন্ন বোর্ডের জন্য লিখতে হবে ঢাকা (DHA), রাজশাহী (RAJ), চট্টগ্রাম (CHA), দিনাজপুর (DIN), সিলেট (SYL), যশোর (JAS), কুমিল্লা (CUM), বরিশাল (BAR), ময়মনসিংহ (MYM) মাদ্রাসা (MAD), কারিগরি (TEC অথবা VOC), English Medium (GCE) ।

অভিনন্দন! আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। এরপর ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া সময় অনুযায়ী আপনার প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণ করুন।

অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর সাবজেক্ট বা বিষয় সমূহ

  • বস্ত্র উৎপাদন প্রযুক্তি অনুষদ
  • বস্ত্র কেমিকৌশল অনুষদ
  • পোশাক ডিজাইন ও বয়নকৌশল অনুষদ
  • পোশাকশিল্প ব্যবস্থাপনা ও ব্যবসায় শিক্ষা অনুষদ
  • বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

আশা করি আপনি বুটেক্স ভর্তি নিয়ম বুঝতে পেরেছেন। তাই এই পোস্টটি আপনার বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদের BUTEX Admission সম্পর্কে অবগত করতে পারেন।

Leave a Comment