HomeAdmission

ডুয়েট ভর্তি – DUET Admission 2024

ডুয়েট ভর্তি অথবা DUET Admission এর যাবতীয় সকল তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। নিম্নে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আবেদন এর নিয়ম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোনো প্রকার ত্রুটি ছাড়া এপ্লাই করতে পারবেন।

এইচএসসি পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেটি হলো পরীক্ষার আবেদন ফরম পূরণ করা।

তবে এই বিষয়ে আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে যেকোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে। তাই আপনাদের সহযোগিতা করতে এবং ত্রুটিমুক্তভাবে অনলাইনে পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে আমরা নিচে এর পরিপূর্ণ নির্দেশিকা প্রদান করেছি।

ডুয়েট ভর্তি – DUET Admission 2024

ডুয়েট ভর্তি পরীক্ষার আবেদন বা Dhaka University of Engineering and Technology Admission Apply এর নিয়ম:

  1. প্রথমে আপনাকে ডুয়েট ভর্তি আবেদন ওয়েবসাইট http://admission.duetbd.org/ – এ প্রবেশ করতে হবে।
  2. এরপর Online Application বাটনে ক্লিক করে আবেদনকারীর ইমেইল আইডি এবং নাম লিখে Get Verification Code বোতামে ক্লিক করতে হবে।
  3. ইমেইল একটি কোড আসবে সেটি ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  4. এরপর আবেদনকারীর রোল নম্বর, ডিগ্রী, পাশের সাল এবং যে ডিপার্টমেন্টে আবেদন করতে চান সেটি নির্বাচন করে Check Information এ প্রেস করতে হবে।
  5. আবেদনকারীর মোবাইল নম্বর, ধর্ম, জন্ম তারিখ, কোটা, জাতীয়তা, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং SSC পরীক্ষার তথ্যসহ যাবতীয় সকল তথ্য পূরণ করে Submit বোতামে ক্লিক করতে হবে।
  6. আবেদনের আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটি ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করতে হবে।
  7. এরপর আবেদনকারীর সদ্য তোলা একটি রঙিন ছবি (আকার: ২৫০×২৫০ পিক্সেল, সাইজ: সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষরের ছবি (আকার: ২৫০×৫০ পিক্সেল, সাইজ: সর্বোচ্চ ৬০ KB) আপলোড করতে হবে।
  8. সেখানে দেওয়া ফি প্রদান করার মাধ্যম ব্যবহার করে নির্ধারিত আবেদন ফি প্রদান করে ফর্মটি সংগ্রহ করে নিন।

অভিনন্দন! আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। এরপর ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া সময় অনুযায়ী আপনার প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণ করুন।

অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি:

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাবজেক্ট বা বিষয়সমূহ

  • পুরকৌশল অনুষদ
  • ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ
  • কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদ
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদ
  • ম্যাথমেটিক্স অনুষদ
  • পদার্থবিজ্ঞান অনুষদ
  • রসায়ন অনুষদ
  • মানবিক অনুষদ

আশা করি আপনি ডুয়েট ভর্তি নিয়ম বুঝতে পেরেছেন।

তাই এই পোস্টটি আপনার বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদের DUET Admission সম্পর্কে অবগত করতে পারেন।

Leave a Comment