ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভর্তি অথবা IAU Admission এর সকল তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। নিম্নে Islamic Arabic University ফাজিল অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আবেদন এর নিয়ম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোনো প্রকার ত্রুটি ছাড়া এপ্লাই করতে পারবেন।
এইচএসসি পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেটি হলো পরীক্ষার আবেদন ফরম পূরণ করা।
তবে এই বিষয়ে আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে যেকোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে। তাই আপনাদের সহযোগিতা করতে এবং ত্রুটিমুক্তভাবে অনলাইনে পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে আমরা নিচে এর পরিপূর্ণ নির্দেশিকা প্রদান করেছি।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভর্তি – IAU Admission 2024
ইআবি ভর্তি পরীক্ষার আবেদন বা IAU Admission Apply এর নিয়ম:
- প্রথমে আপনাকে ইআবির ভর্তি আবেদন ওয়েবসাইট http://admission.iau.edu.bd/ – এ প্রবেশ করতে হবে।
- এরপর নিচে লগইন লেখা বাটনে ক্লিক করতে হবে।
- আবেদনকারীর দাখিল/সমমান বোর্ড এবং আলিম/সমমান বোর্ড পরীক্ষার বোর্ড, পাশের সাল এবং রোল লিখে Next এ ক্লিক করতে হবে।
- স্থায়ী এবং বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস (ঐচ্ছিক) দিতে হবে।
- নিচে স্ক্রল করে আবেদনকারীর সদ্য তোলা একটি রঙিন ছবি এবং স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে। (ছবির আকার: ৩০০×৩০০ পিক্সেল, সাইজ: সর্বোচ্চ ১০০ KB, সাক্ষরের আকার: ৩০০×৮০ পিক্সেল, সাইজ: সর্বোচ্চ ৬০ KB)
- Next এ ক্লিক করে পছন্দের মাদ্রাসা এবং সাবজেক্ট নির্বাচন করে সাবমিট করে দিতে হবে।
- সেখানে দেওয়া ফি প্রদান করার মাধ্যম ব্যবহার করে নির্ধারিত আবেদন ফি প্রদান করতে হবে।
অভিনন্দন! আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। এরপর ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া সময় অনুযায়ী আপনার প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণ করুন।
আরও বিশ্ববিদ্যালয় ভর্তি:
Islamic Arabic University Affiliated Madrasa
- কামিল মাদ্রাসা ২০৫টি
- ফাযিল (পাশ) ১০৪৯টি
- ফাযিল (সম্মান) ৩১টি
- সরকারি মাদ্রাসা ৩টি
আশা করি আপনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ম বুঝতে পেরেছেন। তাই এই পোস্টটি আপনার বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদের IAU Admission সম্পর্কে অবগত করতে পারেন।