HomeAdmission

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি – DU 7 College Admission 2024

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি অথবা DU 7 College Admission এর সকল তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। নিম্নে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা আবেদন এর নিয়ম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোনো প্রকার ত্রুটি ছাড়া এপ্লাই করতে পারবেন।

এইচএসসি পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেটি হলো পরীক্ষার আবেদন ফরম পূরণ করা।

তবে এই বিষয়ে আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে যেকোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে। তাই আপনাদের সহযোগিতা করতে এবং ত্রুটিমুক্তভাবে অনলাইনে পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে আমরা নিচে এর পরিপূর্ণ নির্দেশিকা প্রদান করেছি।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি – DU 7 College Admission 2024

ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ ভর্তি পরীক্ষার আবেদন বা Dhaka University Seven College Admission Apply এর নিয়ম:

  1. প্রথমে আপনাকে ঢাবির ভর্তি আবেদন ওয়েবসাইট https://collegeadmission.eis.du.ac.bd/ -এ প্রবেশ করতে হবে।
  2. এরপর নিচে লগইন লেখা বাটনে ক্লিক করতে হবে।
  3. একটি ফর্ম সামনে চলে আসবে। সেখানে আবেদনকারীর HSC এবং SSC পরীক্ষার রোল আর বোর্ড লিখে SUBMIT বাটনে ক্লিক করতে হবে।
  4. এরপর নিম্নে নিশ্চিত করছি বোতামে ক্লিক করে পরবর্তী পেজ এ আপনার ঠিকানা, মোবাইল নম্বর দিতে হবে। ইমেইল এবং বাবা-মার জাতীয় পরিচয় পত্র নম্বর চাইলে দিতে পারেন। (আবশ্যিক নয়)
  5. কোটা থাকলে নির্বাচন করুন, না থাকলে প্রযোজ্য নয় সিলেক্ট করতে হবে।
  6. এরপর আবেদনকারীর সদ্য তোলা একটি রঙিনছবি দিতে হবে। (প্রস্থ: ৩৬০-৫৪০ px , দৈর্ঘ্য: ৫৪০-৭২০ px)
  7. মোবাইলে এসএমএস এর মাধ্যমে সেখানে দেওয়া তথ্য লিখে সেন্ড করে দিন। ফিরতি এসএমএস এ একটি পাসওয়ার্ড পাবেন।
  8. পাসওয়ার্ড লিখে দাখিল করুন বোতামে প্রেস করতে হবে।
  9. এরপর আবার আগের তথ্য এবং পাসওয়ার্ড দিয়ে আইডিতে লগইন করতে হবে।
  10. বিজ্ঞান ইউনিট লেখাতে প্রেস করে আবেদন এ ক্লিক করতে হবে।
  11. সবশেষে নির্ধারিত আবেদন ফি প্রদান করে স্লিপটি সংগ্রহ করে নিন।

অভিনন্দন! আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। এরপর ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া সময় অনুযায়ী আপনার প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণ করুন।

অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি:

Dhaka University 7 College Name

  • ঢাকা কলেজ
  • ইডেন মহিলা কলেজ
  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  • কবি নজরুল কলেজ
  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
  • সরকারি বাংলা কলেজ
  • সরকারি তিতুমীর কলেজ

আশা করি আপনি ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি নিয়ম বুঝতে পেরেছেন। তাই এই পোস্টটি আপনার বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদের DU 7 College Admission সম্পর্কে অবগত করতে পারেন।

Leave a Comment