Home11/12th Class

১১/১২ উচ্চতর গণিত ১ম বই – 11/12 H. Math 1st Paper Book PDF

আজ আমরা শ্রেণী ১১/১২ উচ্চতর গণিত ১ম বই PDF এর যে ফাইল এখানে শেয়ার করেছি, এর মাধ্যমে উক্ত শ্রেণীদ্বয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গণিত অনুশীলন করতে পারবে। নিম্নে Class 11/12 Higher Math 1st Paper Book PDF download লিংক দেওয়া হয়েছে।

HSC Higher Math 1st Paper Book PDF এ যে অধ্যায় রয়েছে, সেসব অধ্যায়ের অংক শিখতে হবে যদি এই বিষয়ে সাফল্য অর্জন করতে চান। মেট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ ও গুণ এবং নির্ণায়ক বিস্তৃতি, মান, সহগুণক, ইত্যাদি এর গণিত সমাধান জানতে হবে।

ভেক্টরের যোগ ও বিয়োগ, ত্রিভুজ, সামান্তরিক ও বহুভূজের সূত্র দ্বারা গণিত সমাধান। এসব যদি আপনি শিখতে চান, তাহলে আপনার Class 11-12 Higher Math Book PDF এর প্রয়োজন হবে। যা আপনি নিচে থেকে সহজেই সংরক্ষণ করতে পারবেন।

১১/১২ উচ্চতর গণিত ১ম বই

একাদশ-দ্বাদশ শ্রেণীর বেস্ট উচ্চতর গণিত ১ম পত্র বই PDF download করুন নিচে দেওয়া Download বাটনে প্রেস করার মাধ্যমে। এই বিষয়ে যত ধরনের অংক রয়েছে, সে সব অংক আপনি উক্ত পাঠ্যবইয়ের ভেতর পেয়ে যাবেন। তাই আর দেরি না করে ডাউনলোড করে ফেলুন।

আরো বই:

Class 11/12 Higher Math 1st Paper Book PDF Chapter

১১/১২ উচ্চতর গণিত ১ম বই অথবা HSC Higher Math 1st Paper Book এ বিদ্যমান অধ্যায় সমূহ বা সূচিপত্র:

  1. মেট্রিক্স ও নির্ণায়ক
  2. ভেক্টর
  3. সরলরেখা
  4. বৃত্ত
  5. বিন্যাস ও সমাবেশ
  6. ত্রিকোণমিতিক অনুপাত
  7. সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত
  8. ফাংশন ও ফাংশনের লেখচিত্র
  9. অন্তরীকরণ
  10. যোগজীকরণ

HSC Higher Math 1st Paper Book PDF Ketab Uddin থেকে কার্তেসীয়ের অংক, দূরত্বের শর্ত প্রয়োগ, পোলার স্থানাঙ্ক, বৃত্তের সমীকরণ নির্ণয় ও প্রয়োগ, বিন্যাস ও সমাবেশ, ত্রিকোণমিতি, যৌগিক কোণ এর গণিত অনুশীলন করে সমাধান করতে পারবেন।

এছাড়া অক্ষরপত্র উচ্চতর গণিত ১ম পত্র তে উল্লেখ রয়েছে ফাংশনের ডোমেন ও এর প্রকারভেদ, যুগ্ম, অযুগ্ম ও সংযোজিত ফাংশন, পরমমান, সূচক, লগারিদমিক, ত্রিকোণমিতিক, দ্বিঘাত ফাংশন এর অংক।

আরো অনেক গণিত রয়েছে যেগুলো আপনি উপরে শেয়ার করা বইটি পড়লেই দেখতে পাবেন।

আমাদের শেয়ার করা শ্রেণী ১১/১২ উচ্চতর গণিত ১ম বই থেকে এই সাবজেক্টের সব পড়া কমপ্লিট করতে পারবেন। আপনার যেসব বন্ধুবান্ধব এবং সহপাঠীদের Class 11/12 Higher Math 1st Paper Book PDF প্রয়োজন তাদের সাথে এই পোস্টটি শেয়ার করতে পারেন।

Leave a Comment