আপনি যদি জেএসসি রেজাল্ট অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে কিভাবে বের করতে হয় জানতে চান, তাহলে ঠিক স্থানে এসেছেন। এখানে আমরা কিছু সহজ ধাপ উল্লেখ করেছি কিভাবে JSC Result বের করতে হয় অনলাইনে এবং মেসেজ এর মাধ্যমে।
শিক্ষাবোর্ড চলতি বছরের JSC পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। আপনি যদি এই পরীক্ষা দিয়ে থাকেন এবং এখন পরীক্ষার ফলাফল জানতে চান, তবে জানেন না তা কিভাবে বের করতে হয়, তাহলে নিচে দেওয়া তথ্যগুলো অনুসরণ করুন।
আশা করি এই পয়েন্টগুলো ফলো করলে আপনি খুব সহজেই এবং দ্রুত আপনার পরীক্ষার নির্ভুল ফলাফল জেনে নিতে পারবেন। অন্য যেকোনো সালের JSC Exam এর রেজাল্টও চাইলে এই স্টেপগুলো ফলো করে দেখে নিতে পারেন।
জেএসসি রেজাল্ট – JSC Result 2024
Education Board Result ওয়েবসাইটের মাধ্যমে JSC পরীক্ষার ফলাফল দেখার নিয়ম,

- সবার প্রথমে আপনাকে শিক্ষা বোর্ডের রেজাল্ট ওয়েবসাইট অর্থাৎ www.educationboardresults.gov.bd অথবা https://eboardresult.com/ এ প্রবেশ করতে হবে।
- এরপর Examination বক্স থেকে JSC/JDC অপশনটি সিলেক্ট করতে হবে।
- এরপর Year বক্স থেকে আপনি যেই সালে জেএসসি পরীক্ষা দিয়েছেন, সেই সালটি নির্বাচন করতে হবে।
- এরপর JSC Board Result বক্স থেকে আপনি যেই বিভাগে পরীক্ষা দিয়েছেন সেটির নাম নির্বাচন করতে হবে।
- এরপর Roll বক্সে আপনার রোল নম্বর এবং Reg: No বক্সে আপনার রেজিস্ট্রেশন নাম্বার প্রবেশ করতে হবে।
- এরপর একটি সহজ গণিত অথবা ক্যাপচা যেমন, ৯+৭=১৬ এর উত্তর নিচের বক্সে প্রবেশ করাতে হবে।
- সবশেষে Submit বাটনে প্রেস করতে হবে।
কাজ শেষ। Submit বোতামে প্রেস করার পর যে পেজ সামনে আসবে, সেখানে আপনার জেএসসি রেজাল্ট এর সকল তথ্য পেয়ে যাবেন। আপনার ও আপনার অভিভাবকদের নাম, রোল, স্কুলের নাম, জিপিএ পয়েন্ট, প্রত্যেকটি সাবজেক্টের গ্রেড বা মান, ইত্যাদি JSC Result এ দেখতে পাবেন।
এসএমএস এর মাধ্যমে যেভাবে জেএসসি ফলাফল দেখবেন,
- মোবাইলের মেসেজ অপশনে যান।
- মেসেজ অপশনে গিয়ে লিখবেন JSC<স্পেস>আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>আপনার রোল নম্বর।
- সেন্ড করে দিন 16222 নম্বরে।
কিছুক্ষণের মধ্যেই আপনি আপনি আপনার ফলাফল একটি বার্তার মাধ্যমে পেয়ে যাবেন।
আরো রেজাল্ট:
রেজাল্টের বোর্ডসমূহ
যেসব শিক্ষা বোর্ডের রেজাল্ট জানতে পারবেন,
- ঢাকা বোর্ড – Dhaka Board
- রাজশাহী বোর্ড – Rajshahi Board
- কুমিল্লা বোর্ড – Comilla Board
- যশোর বোর্ড – Jessore Board
- চট্টগ্রাম বা চিটাগং বোর্ড – Chittagong Board
- বরিশাল বোর্ড – Barisal Board
- সিলেট বোর্ড – Sylhet Board
- দিনাজপুর বোর্ড – Dinajpur Board
- মাদরাসা বোর্ড – Madrasah Board
JSC পরীক্ষায় প্রত্যেক বিষয়ে আপনি যে নাম্বার পেয়েছেন সে অনুযায়ী কোন লেটার গ্রেড এবং কত জিপিএ পয়েন্ট পাবেন, সেটি বুঝতে নিচে গ্রেডিং সিস্টেমের ছক দেওয়া হলো,
শ্রেণি বিরতি | লেটার গ্রেড | গ্রেড পয়েন্ট |
৮০-১০০ | A+ | 5 |
৭০-৭৯ | A | 4 |
৬০-৬৯ | A- | 3.5 |
৫০-৫৯ | B | 3 |
৪০-৪৯ | C | 2 |
৩৩-৩৯ | D | 1 |
০-৩২ | F | 0 |
আশা করি উপরিউক্ত আলোচিত পন্থা দুটি অনুসরণ করে আপনি আপনার জেএসসি রেজাল্ট পেয়ে গেছেন। এই পোস্টটি আপনার সোশ্যাল ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদের JSC Result সম্পর্কে অবগত করতে পারেন।