Home7th Class

দাখিল ৭ম শ্রেণীর আললুগাতুল গাইড – Class 7 Allugatul Guide PDF

দাখিল ৭ম শ্রেণীর আললুগাতুল আরাবিয়্যাতুল গাইড বা সমাধান কিংবা Class 7 Allugatul Guide PDF এর সবথেকে নতুন ফাইলটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই গাইড আপনার মোবাইল ফোনে সেভ করতে চাইলে পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

প্রিয় শিক্ষার্থী আপনারা যারা দাখিল স্তরের সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত আছেন, তাদের নিশ্চয়ই আললুগাতুল আরাবিয়্যাতুল পাঠ্যবইটি সিলেবাসে আছে। তাই আপনাদের সুবিধার্থে এবং পড়ালেখার মান উন্নয়নে আমরা এই বইটির সমাধান বা গাইড এর পিডিএফ এখানে শেয়ার করেছি।

এই গাইডে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের সকল অধ্যায়ের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে। সলিউশনগুলো পাঠ করে তারা সহজেই যেকোনো চ্যাপ্টার এর পড়া শিখতে ফেলতে পারবে। এই পিডিএফ গাইডের মাধ্যমে আপনারা একইভাবে ক্লাসের পড়া পড়তে পারবেন ও শিখতে পারবেন।

দাখিল ৭ম শ্রেণীর আললুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যাহ গাইড PDF

চলতি বছরের সবথেকে লেটেস্ট মাদ্রাসা বোর্ডের ৭ম শ্রেণির আললুগাতুল আরাবিয়্যাতুল গাইড ডাউনলোড করতে নিম্নে দেওয়া Download বোতামে ক্লিক করুন। এরপর পরবর্তী পেজ থেকে ফাইলটি আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার ডিভাইসে সহজেই ডাউনলোড করে নিন।

আরও গাইড:

Dakhil Class 7 Allugatul Arabiyatul Ittisaliyah Guide PDF Chapter

নিম্নে দাখিল স্তরের সপ্তম শ্রেণীর আললুগাতুল আরাবিয়্যাতুল গাইড বা Madrasha Board Class Seven Allugatul Guide এর সূচিপত্র দেওয়া হলো:

  1. الإسلام دين التوحيد
  2. والنصيحة
  3. في شاطئ نهر جفلنغ
  4. الله ربنا وخالقنا
  5. بعثة الرسول ﷺ وقصة
  6. إسلام سلمان الفارسي
  7. الطبيب والمريض
  8. الإنسان في عصر الشرعي
  9. الحج
  10. حقوق الجيران
  11. الحاسوب
  12. المفردات الهامة

দাখিল ৭ম শ্রেণীর আললুগাতুল আরাবিয়্যাতুল গাইড পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নের ধরণ বুঝতে পারবে। ফলে তারা এই বিষয় এ অনুশীলন করে পড়াশোনায় উন্নতি করবে এবং এতে পারদর্শী হতে পারবে।

পরীক্ষায় ভালো ফলাফল করতে চাইলে এই গাইড আপনার সবথেকে বেশি কাজে আসবে।

আশা করি আপনি ইতিমধ্যে পিডিএফ গাইডটি ডাউনলোড করে ফেলেছেন। তাই আর সময় ব্যয় না করে আজ থেকেই এই ডিজিটাল সলিউশন দ্বারা আপনার শিক্ষার্থী বা সন্তানকে পাঠ দান করুন।

দাখিল ৭ম শ্রেণীর আললুগাতুল আরাবিয়্যাতুল গাইড অথবা Class 7 Allugatul Guide PDF এর কারণে উপকৃত হয়ে থাকলে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়া অ্যাপ এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করুন।

Leave a Comment