Home5th Class

৫ম শ্রেণীর আদদুরূসুল আরাবিয়্যাহ বই – Class 5 Arabic Book PDF

ইবতেদায়ী ৫ম শ্রেণীর আদদুরূসুল আরাবিয়্যাহ বই কিংবা Class 5 Arabic Book PDF এর সবথেকে নতুন ফাইলটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। বইটি আপনার মোবাইল ফোনে সেভ করতে চাইলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

প্রিয় শিক্ষার্থী আপনারা যারা ইবতেদায়ী স্তরের পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত আছেন, তাদের নিশ্চয়ই আদদুরূসুল আরাবিয়্যাহ পাঠ্যবইটি সিলেবাসে আছে। তাই আপনাদের সুবিধার্থে এবং পড়ালেখার মান উন্নয়নে আমরা এই বইটির পিডিএফ এখানে শেয়ার করেছি।

এই বই দ্বারা শিক্ষার্থীরা ছবি দেখে অনেক কিছু শিখতে পারবে। পাঠ্য বইয়ে বর্ণিত পরিচ্ছেদ সমূহ পাঠ করে তারা শব্দ গঠন এবং বিভিন্ন সংজ্ঞা শিখতে পারবে। এই পিডিএফ বইয়ের মাধ্যমে আপনারা একইভাবে ক্লাসের পড়া পড়তে পারবেন ও শিখতে পারবেন।

ইবতেদায়ী ৫ম শ্রেণীর আদদুরূসুল আরাবিয়্যাহ বই PDF

চলতি বছরের সবথেকে লেটেস্ট মাদ্রাসা বোর্ডের ৫ম শ্রেণির আদদুরূসুল আরাবিয়্যাহ বই ডাউনলোড করতে নিম্নে দেওয়া Download বোতামে ক্লিক করুন। এরপর পরবর্তী পেজ থেকে ফাইলটি আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার ডিভাইসে সহজেই ডাউনলোড করে নিন।

আরও বই:

Ibtedai Class 5 Arabic Book PDF Chapter

নিম্নে ইবতেদায়ী স্তরের পঞ্চম শ্রেণীর আদদুরূসুল আরাবিয়্যাহ বই বা Madrasha Board Class Five Arabic Boi এর সূচিপত্র দেওয়া হলো:

  1. بين الإسلام على تمير
  2. الحيوان في المكتبة
  3. ما أجمل الكنييزتز
  4. جني وجني
  5. البورتل القالب وقايع
  6. المفردات الهامة
  7. رضا الزب وسخطة
  8. إقرا إنزا
  9. حديقة الحيوانات
  10. مصعب بن عمير
  11. خير الأصحاب
  12. حقوق الجار
  13. المسجد الأقص
  14. المسابقة الثقافية

ইবতেদায়ী ৫ম শ্রেণীর আদদুরূসুল আরাবিয়্যাহ বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা ফুল, ফল এবং রং, সপ্তাহের দিন ও আল্লাহর নামসহ অনেক জ্ঞান অর্জন করতে পারবে। ফলে তারা এই বিষয়ে অনুশীলন করে পড়াশোনায় উন্নতি করবে এবং এতে পারদর্শী হতে পারবে।

আশা করি আপনি ইতিমধ্যে পিডিএফ বইটি ডাউনলোড করে ফেলেছেন। তাই আর সময় ব্যয় না করে আজ থেকেই এই ডিজিটাল বুক দ্বারা আপনার শিক্ষার্থী বা সন্তানকে পাঠদান করুন।

ইবতেদায়ী ৫ম শ্রেণীর আদদুরূসুল আরাবিয়্যাহ বই অথবা Class 5 Arabic Book PDF এর কারণে উপকৃত হয়ে থাকলে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়া অ্যাপ এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারেন।

Leave a Comment