HomeQuestion

এসএসসি পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন – SSC Civics Question 2024

এখানে আমরা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন শেয়ার করেছি। আপনার যদি এই সাবজেক্ট থেকে থাকে, তাহলে এটি আপনার সবথেকে বেশি প্রয়োজন হবে। নিচে SSC Civics Question এর একটি ফাইল শেয়ার করা হয়েছে।

খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ৯ম-১০ম শ্রেণীর পৌরনীতি পাঠ্যবইয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উলেখ রয়েছে। এতগুলো অধ্যায়ের এত পড়া থেকে সেসব বিষয়গুলো খুঁজে বের করা একটু কঠিন। তাই আপনার এই পরীক্ষার প্রশ্নগুলো ফলো করা উচিৎ।

এতে পাঠ্যবইয়ের যে অধ্যায়গুলো থেকে সৃজনশীল এবং বহুনির্বাচনি বা MCQ প্রশ্ন করা হয়েছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অধ্যয়ন করলে আপনি পরীক্ষায় কমন পেতে পারেন। তাই আর দেরি না করে নিচে দেওয়া লিংকের মাধ্যমে প্রশ্নের ফাইলটি ডাউনলোড করে ফেলুন।

এসএসসি পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন – SSC Civics and Citizenship Question 2024

নিচে দেওয়া Download বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন Pouroniti o Nagorikota সাবজেক্টের জরুরী কিছু প্রশ্ন। এখানে আমরা এই বিষয়ের যে কোয়েশ্চেন পেপার শেয়ার করেছি, সেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে এবং কিছু Model Question রয়েছে।

আরো প্রশ্ন:

এসএসসি পৌরনীতি ও নাগরিকতা প্রশ্নপত্রের মধ্যে পাঠ্যবইয়ের কিছু অধ্যায় যেমন – পৌরনীতি ও নাগরিকতা, নাগরিক ও নাগরিকতা, আইন, স্বাধীনতা ও সাম্য, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, ইত্যাদি এর ভিতর থেকে প্রশ্ন করা হয়েছে।

তাই সেগুলো অবশ্যই পড়তে এবং শিখতে হবে। Class 9-10 Civics Suggestion এ আরো অধ্যায়ের প্রশ্ন দেওয়া আছে।

সংবিধান, বাংলাদেশের সরকার ব্যবস্থা, গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা চ্যাপ্টার এর যে প্রধান বিষয়গুলো রয়েছে, সেগুলো এই প্রশ্ন পড়লে বুঝতে পারবেন। ফলে আপনার এই চ্যাপ্টার সমূহ সম্পন্ন করতে বেশি সময় লাগবে না।

পৌরনীতি বইয়ে বাকি যে অধ্যায়গুলো রয়েছে, যথা – নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা, বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন, এখান থেকেও দারুন সব কোয়েশ্চেন প্রদান করা হয়েছে।

আশা করি এসএসসি পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছেন। ভবিষ্যতে এর আরো প্রশ্ন পেলে এখানে আপডেট করে দেওয়া হবে। তাই সবার আগে নতুন SSC Civics Question পেতে চাইলে এই পোস্টটি আপনার ব্রাউজারের বুকমার্ক এ সেভ করে রাখুন।

Leave a Comment