HomeAdmission

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি – Rajshahi University Admission 2024

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি অথবা Rajshahi University Admission এর যাবতীয় সকল তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। নিম্নে রাবি ভর্তি পরীক্ষা আবেদন এর নিয়ম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোনো প্রকার ত্রুটি ছাড়া এপ্লাই করতে পারবেন।

এইচএসসি পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেটি হলো পরীক্ষার আবেদন ফরম পূরণ করা।

তবে এই বিষয়ে আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে যেকোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে। তাই আপনাদের সহযোগিতা করতে এবং ত্রুটিমুক্তভাবে অনলাইনে পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে আমরা নিচে এর পরিপূর্ণ নির্দেশিকা প্রদান করেছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি – Rajshahi University Admission 2024

রাবি ভর্তি পরীক্ষার আবেদন বা RU Admission Apply এর নিয়ম:

  1. প্রথমে আপনাকে রাবির ভর্তি আবেদন ওয়েবসাইট https://application.ru.ac.bd/ – এ প্রবেশ করতে হবে।
  2. সকল তথ্য ভালোভাবে পড়ে বুঝে নিয়ে Start Application বাটনে ক্লিক করুন।
  3. একটি ফর্ম সামনে চলে আসবে। সেখানে পরীক্ষার্থীর HSC এবং SSC পরীক্ষার রোল, বোর্ড এবং সাল লিখে একটি ক্যাপচা পূরণ করে SUBMIT বাটনে ক্লিক করতে হবে।
  4. পরবর্তী পেজ এ Email/Mobile Verification বাটনে ক্লিক করুন।
  5. আপনার মোবাইল নম্বর দিন এবং সেই নম্বরে আসা কোড লিখে সাবমিট করে দিন।
  6. যেসকল ইউনিটে আবেদন করতে চান সেগুলোতে টিক দিয়ে Apply বোতামে প্রেস করুন।
  7. এরপর আবেদনকারীর স্ক্যান করা একটি সচ্ছ ছবি দিতে হবে। (আকার: ৩০০×৪০০ px , সাইজ: সর্বোচ্চ ১০০ KB)
  8. Next এ ক্লিক করার পর কোটা থাকলে নির্বাচন করুন, না থাকলে Skip This Step সিলেক্ট করুন।
  9. Submit Preliminary Application বাটনে ক্লিক করে নির্ধারিত আবেদন ফি প্রদান করে স্লিপটি সংগ্রহ করে নিন।

অভিনন্দন! আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। এরপর ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া সময় অনুযায়ী আপনার প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণ করুন।

অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটসমূহ

  • A ইউনিট (মানবিক বিভাগ)
  • B ইউনিট (বানিজ্য বিভাগ)
  • C ইউনিট (বিজ্ঞান বিভাগ)

আশা করি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ম বুঝতে পেরেছেন। তাই এই পোস্টটি আপনার বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদের Rajshahi University Admission সম্পর্কে অবগত করতে পারেন।

Leave a Comment