HomeQuestion

এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম প্রশ্ন – HSC Physics 1st Question 2024

ফিজিক্স পরীক্ষা আরো সহজ করতে আমরা আপনাদের জন্য এখানে শেয়ার করেছি দারুন কিছু এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র প্রশ্ন। যেগুলো অধ্যয়ন করলে অনেককিছু জানতে পারবেন। নিচ থেকে HSC Physics 1st Paper Question ডাউনলোড করে নিন।

একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান সাবজেক্টের দুটি পত্র রয়েছে। দুটো পত্রেরই পরীক্ষা হয়ে থাকে। এখানে আমরা ১ম পত্রের সৃজনশীল এবং বহুনির্বাচনি বা MCQ প্রশ্ন প্রদান করেছি। যেগুলো পাঠ করে আপনারা ইম্পর্টেন্ট অনেক বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন।

পরীক্ষায় পাঠ্যবইয়ের কোন অধ্যায় থেকে সবথেকে বেশি প্রশ্ন এসে থাকে, তা খুব সহজেই এই সাজেশন প্রশ্ন পড়ে বুঝতে পারবেন। তাই আর দেরি না করে নিচে দেওয়া ডাউনলোড লিংকের মাধ্যমে হেল্পফুল এই কোয়েশ্চেনগুলো এখনই নিয়ে নিন।

এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র প্রশ্ন – HSC Physics 1st Paper Question 2024

বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আশা পরীক্ষার প্রশ্ন এবং কিছু ইম্পর্টেন্ট Model Question এখানে দেওয়া হয়েছে। নিচে লেখা Download বোতামে প্রেস করার মাধ্যমে ফিজিক্স ফার্স্ট পেপার এর প্রশ্নগুলো আপনার ডিভাইসে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

আরো প্রশ্ন:

এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র প্রশ্ন থেকে আপনি পাঠ্যবইয়ের সবগুলো অধ্যায় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন।

যে অধ্যায়গুলো Class 11-12 Physics 1st Paper Suggestion এ রয়েছে সেগুলো হচ্ছে, ভৌতজগৎ ও পরিমাপ, ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজ, শক্তি ও ক্ষমতা, মহাকর্ষ ও অভিকর্ষ পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্তিক গতি, তরঙ্গ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব।

এই প্রশ্ন পাঠ করার মাধ্যমে আপনি ভৌতজগৎ ও পরিমাপ অধ্যায় এর গুরুত্বপূর্ণ সব বিষয়বস্তু জানতে পারবেন। ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা অধ্যায় থেকে যে রকমের অংকগুলো সবথেকে বেশি পরীক্ষায় এসে থাকে, সেগুলো সহজেই শিখতে পারবেন।

কাজ, শক্তি ও ক্ষমতা, মহাকর্ষ ও অভিকর্ষ পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্তিক গতি, তরঙ্গ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন। পরীক্ষায় আশা প্রশ্ন অর্থাৎ শুধুমাত্র জরুরি জিনিস অনেক কম সময়ে পড়ে শেষ করতে পারবেন।

ভবিষ্যতে আরো এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র প্রশ্ন এই পোস্টে আপলোড করা হবে। তাই আপনি যদি নতুন HSC Physics 1st Paper Question সবার আগে পেতে চান, তাহলে এই পোস্টটি আপনার ব্রাউজারের বুকমার্কে সেভ করে রাখুন।

Leave a Comment