HomeQuestion

এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ২য় প্রশ্ন – HSC H. Science 2nd Que. 2024

এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র প্রশ্ন সন্ধানে এখানে এসে থাকলে আপনি সঠিক স্থানে এসেছেন। এই পোস্টে আমরা এই সাবজেক্ট এর কিছু কার্যকরী প্রশ্ন প্রদান করেছি। নিচে HSC Home Science 2nd Paper Question এর ডাউনলোড লিংক শেয়ার করা হয়েছে।

একাদশ-দ্বাদশ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ে অনেক অধ্যায় রয়েছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তার কয়েকটি হচ্ছে – বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো, গর্ভবতী মায়ের যতড়ব ও নিরাপদ মাতৃত্ব, শিশুর ক্রমবিকাশ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু।

মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য, খাদ্য ও খাদ্যের উপাদান, পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ, ইত্যাদি। এই প্রশ্নপত্রে সবগুলো অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং বহুনির্বাচনি বা MCQ প্রশ্ন দেওয়া হয়েছে। তাই আর দেরি না করে ডাউনলোড করুন এবং পড়া আরম্ভ করে দিন।

এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র প্রশ্ন – HSC Home Science 2nd Paper Question 2024

Garhostho Biggan 2nd Paper Model Question একটি ফাইলের ভেতরে উপস্থিত রয়েছে। নিচে লেখা Download বোতামে প্রেস করে ফাইল এর ভেতর প্রবেশ করুন। সেখানে প্রশ্নপত্র দেখতে পাবেন। তারপর সেগুলো আপনার ডিভাইসে ডাউনলোড করে নিন।

আরো প্রশ্ন:

এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র প্রশ্নতে বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো, গর্ভবতী মায়ের যতড়ব ও নিরাপদ মাতৃত্ব অধ্যায়ের প্রশ্ন খুঁজে পাবেন। Class 11-12Home Science 2nd Paper Suggestion পড়ে আরো জানবেন শিশুর ক্রমবিকাশ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সম্পর্কে।

এছাড়া পাঠ্যবইয়ে মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য, খাদ্য ও খাদ্যের উপাদান, পরিপাকতন্ত্র, পরিপাক ও শোষণ চ্যাপ্টার সমূহ আলোচনা করা রয়েছে। এসব চ্যাপ্টারের বহুল আলোচিত বিষয়বস্তু এই প্রশ্নপত্র অধ্যায়ন করলে জানতে পারবেন।

আশা করি উপরিউক্ত কোয়েশ্চেন পেপারগুলো সফলভাবে ডাউনলোড করতে পেরেছেন। এগুলো মনোযোগ সহকারে অধ্যায়ন করলে আশা করি অনেক অজানা বিষয় সম্পর্কে অবগত হবেন। গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের প্রতি আরো প্রখর জ্ঞান অর্জন করবেন।

এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র প্রশ্ন এর মাধ্যমেয সহযোগিতা পেয়ে থাকলে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টে শেয়ার করুন। এতে অন্যান্য শিক্ষার্থীরা HSC Home Science 2nd Paper Question এর সন্ধান পেয়ে তাদের পড়ালেখায় উন্নতি করতে পারবে।

Leave a Comment