Home8th Class

৮ম শ্রেণীর ইসলাম শিক্ষা গাইড – Class 8 Islam Edu. Guide PDF

প্রিয় শিক্ষার্থীবৃন্দদের জন্য দারুন একটি ৮ম শ্রেণীর ইসলাম শিক্ষা গাইড PDF এখানে শেয়ার করা হয়েছে। এই সাবজেক্ট নিয়ে আপনার যত সমস্যা রয়েছে তার সব সমাধান নিম্নোক্ত প্রদান করা Class 8 Islam Education Guide PDF এ দেওয়া হয়েছে।

পাঠ্যবইয়ে বিশ্লেষিত সব বিষয়বস্তুর প্রশ্নের উত্তর আপনি এই পাঞ্জেরী ইসলাম ও নৈতিক শিক্ষা গাইড PDF এ খুঁজে পাবেন। কোন প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ, তা আপনি সহজেই বুঝতে পারবেন যদি সমাধানটি মনোযোগ দিয়ে অধ্যয়ন করেন।

এই গাইড থেকে ৮ম শ্রেণীর ইসলাম শিক্ষা ১ম অধ্যায় প্রশ্ন পাঠ করে ইমান, নিফাক, আল-আসমাউল হুসনা, রিসালাত, খতমে নবুয়্যত, আখিরাত, শাফাআত, জান্নাত, জাহান্নাম, ঈমান ও নৈতিকতা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন।

৮ম শ্রেণীর ইসলাম শিক্ষা গাইড

অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা লেকচার গাইড PDF আপনার স্মার্টফোন কিংবা কম্পিউটার ডিভাইসে ডাউনলোড করতে চাইলে নিচে দেওয়া Download বোতামে ক্লিক করুন। পরীক্ষায় প্রশংসনীয় ফলাফল অর্জন করতে এই সলিউশনটি দারুন উপকারে আসবে।

আরো গাইড:

Class 8 Islam and Moral Education Guide PDF Chapter

৮ম শ্রেণীর ইসলাম শিক্ষা গাইড কিংবা JSC Islam Sikkha Guide এ সমাধান করা সকল অধ্যায়ের নাম বা সূচিপত্র:

  1. আকাইদ
  2. ইবাদত
  3. কুরআন ও হাদিস শিক্ষা
  4. আখলক
  5. আদর্শ জীবনচরিত

৮ম শ্রেণীর ইসলাম শিক্ষা ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন এবং MCQ প্রশ্নের সমাধান পাঠ করলে যাকাত, যাকাত ফরজ হওয়ার শর্ত, যাকাতের মাসারিফ, যাকাতের গুরুত্ব ও তাৎপর্য, হজ, হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত, ইত্যাদি বিষয়ের জ্ঞান লাভ করতে গাইড ফলো করুন।

এছাড়া তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা এখানে উল্লেখ করা হয়নি। আপনি সেগুলো উপরে শেয়ার করা ইসলাম ধর্ম সমাধান পাঠ করলে শিখতে পারবেন।

আশা করি Class 8 Islam Education Panjeree Guide ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছেন। তাই আর দেরি না করে পড়াও শুরু করে দিন এবং শিখে নিন পাঠ্যবইয়ের যাবতীয় সব বিষয়বস্তুর সমাধান।

৮ম শ্রেণীর ইসলাম শিক্ষা গাইড দ্বারা এই বিষয়ে উপকৃত হয়ে থাকলে এই পোস্টটি আপনার সহপাঠী কিংবা সোশ্যাল ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই বিষয়ের সমস্যা সমাধানে সহযোগিতা করুন।

Leave a Comment