Home11/12th Class

১১/১২ সমাজকর্ম ১ম বই – 11/12 Social Work 1st Paper Book PDF

আপনি নিশ্চয়ই এখানে শ্রেণী ১১/১২ সমাজকর্ম ১ম বই PDF এর সন্ধানে এসেছেন। তাহলে আপনাকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দদের পড়াশোনায় সহযোগিতা করতে আমরা এই পোস্টে Class 11/12 Social Work 1st Paper Book PDF শেয়ার করেছি।

এইচএসসি সমাজকর্ম ১ম পত্র বই এ ৮ টি অধ্যায় রয়েছে। এই অধ্যায়গুলোতে বিশ্লেষিত পড়া পাঠ করার মাধ্যমে সমাজকর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। যেমন – সমাজকর্ম প্রথম অধ্যায় পাঠ করে আপনারা সমাজকর্মের ধারণা, লক্ষ্য ও উদ্দেশ্য সম্বন্ধে জানবেন।

Somaj Kormo Book থেকে আরো শিখবেন দরিদ্র আইনের ধারণা, সমাজকর্ম পেশার ইতিহাসে বিভিন্ন সংগঠনের ভূমিকা ও কার্যক্রম, জাতীয় সমাজকর্মী সমিতি এর বিস্তারিত সংজ্ঞা। তাই আর দেরি না করে নিম্নে দেওয়া লিংক থেকে এখনই বইটি সংগ্রহ করুন।

১১/১২ সমাজকর্ম ১ম বই

একাদশ-দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্র বই ডাউনলোড করতে চাইলে নিচে প্রদান করা Download বোতামে ক্লিক করুন। ফাইলটি সংরক্ষণ করা হয়ে গেলে যেকোনো পিডিএফ রিডার এপ্লিকেশন এর মাধ্যমে বইটি ওপেন করে সহজেই পড়তে পারবেন।

আরো বই:

Class 11/12 Social Work 1st Paper Book PDF Chapter

১১/১২ সমাজকর্ম ১ম বই অথবা HSC Social Work 1st Paper Book এ উল্লিখিত অধ্যায়সমূহ বা সূচিপত্র:

  1. সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি
  2. সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
  3. সমাজকর্মের মূল্যবােধ ও নীতিমালা
  4. সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়
  5. সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক
  6. সমাজকর্মের পদ্ধতি
  7. সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম
  8. সমাজকর্ম পেশার সমস্যা এবং সম্ভাবনা

HSC Somaj Kormo 1st Paper Book PDF মনোযোগ দিয়ে পড়লে আপনি পেশার ধারণা, পেশা ও বৃত্তির সম্পর্ক, সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য, মূল্যবোধ, সমাজকল্যাণের ধারণা লক্ষ্য ও উদ্দেশ্য, সদকা, যাকাত, ধর্মগোলা, সরাইখানা ও দেবোত্তর সম্পর্কে জানতে পারবেন।

Inter Social Work 1st Paper Bookএ বিশ্লেষিত সমাজকর্ম ও জ্ঞানের বিভিন্ন শাখা, নৃ-বিজ্ঞান, মনোবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, জনবিজ্ঞান, সমাজকর্মের সাথে অন্যান্য পেশার সম্পর্ক, সমাজকর্ম পদ্ধতি, ব্যক্তির সমাজ কর্ম, দল সমাজকর্ম, ইত্যাদি বিষয়বস্তু শিখতে চাইলে বইটি অধ্যয়ন করুন।

শ্রেণী ১১/১২ সমাজকর্ম ১ম বইটি দ্বারা এই বিষয়ে উপকার পেয়ে থাকলে এই আর্টিকেলটি আপনার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। এতে যাদের Class 11/12 Social Work 1st Paper Book এর প্রয়োজন, তারা এখান থেকে এসে সেটি নিয়ে যেতে পারবে।

Leave a Comment